শ.ম. শহীদ


: বদ্ধঘরে গুমড়ে শুধু কাঁদা!
   চলতে গেলে-
  পদে পদে বাধা?


: বাধা কিসে শুনি?


: খসলে পানের চুনই
   পদস্থদের
   গালমন্দ শুনি!


সঞ্জয় কর্মকার


আজ ই উরে কয়্যা দিবেন
"সাবান দিয়ে ধুইয়া দিবেন
পদস্থদের জিভ", কিংবা বলেন,
"তাগড়া হাতে, দু ঘাত দিয়াই;
নিয়া নিবেন লিভ"।
চাকরি গেলে বলেন জেলে,
হইতে তারে কন, কাইল ই তো বইলে দিলাম,
ক্যামনে রে হয় ধন।
তাল তলাটা না হয় দিলেন,
তার ওই তরে ছেড়ে, আপনি তো দা ধেড়ে,
ধন দিয়া আর কী বা হবো!
দু-হাত দিয়া নেড়ে।
নাড়ান চাড়ান মিয়া, ঢাকায় গিয়া,
করুম আমি বিয়া।


শ.ম. শহীদ


ছাগের ব্যাটা- হস্তি খান!
সুজোগ পেলে বস্তি খান!
আম-জনতার স্বস্তি খান।


সহ্য করি কতো আর?
কু-কর্মের যতো বাড়!
উপশম চাই ক্ষতটার।


যেমন ভাবা তেমন ফাঁদ
পড়লে ধরা সোনারচাঁদ
শরীর থেকে-ই মুন্ডু বাদ!


সঞ্জয় কর্মকার


কবন্ধের ঐ কাটার ক্ষতে
নুন ছিটাবো আমি,
এই তো আমার কাম ই।
গোলকধাঁধার এই ধরাতে,
উল্লাসেতে উঠবে মেতে
ব্যাবাক ধরাধাম ই।