Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Rising Star  · tSpau1oSno usorherd  · Shared with Members of বাংলা কবিতা - ভারত
(যেই বাবা মা পরম আদরে নিজেকে তিলে তিলে নিঃশেষ করে ছেলে মেয়েদের বড় করে তারাই তাদের জরাকালে তাদের প্রতি বিরূপ আচরণ করতে দ্বিধাবোধ করে না। সেটাই কবিতার আলোচ্য বিষয়)


"পরম ধন"


বড় ব্যথা লাগে প্রাণে ভাবি আনমনে এই কি হৃদয় দ্বার
অবিরত যেথা ক্ষত ও প্রদাহ নাহি কেহ
রুধিবার।
কোন সে পাপের স্খলনে চলনে রুধিত হিয়ার বল
যাহার জমিনে জড়িপে জীবন তাহাতেই
রোষানল।


অবাক চাহিনু ব্যথায় গাহিনু অস্ফুট গোঙানিতে
সহিবারে নারি কহিবারে নারি শঙ্কিত
চাহুনিতে।
যাহারি যতনে কাঙাল রহিনু জ্বালিনু সে দীপ মালা
জড়া কালে গ্রাসে ঠেলিল দূরেতে সহিনু
শতেকো জ্বালা।


মালায় গাঁথিয়া সে ফুল দলেতে আজিকে জায়ার প্রাণ
শত দুখ সয়ে যাহারে সোহাগে ভাবিনু
পরম ধন।