Sanjay Karmakar
Top Contributor
  ·   ·
আমরা পুরুষ পৌরষত্ব-গরব মোদের সেই খানে
কেনেই নারী উৎরে যাবে উড়বে সে গো গগন পানে!!
কোমল কলি থাকনা ঘরে
প্রেমের দানি উপচে ধরে,
আর আমরা শক্ত পেশি-রাজ করে যাই ধন আর মানে!!


সুখের সেদিন দুর্দিনেতে স্বপ্ন দিয়ে গড়া
জনম দুখী মায়ের কোলে আমার বোঝাপড়া!!
আসবে আমি রোজই ভাবি
এমন করেই হলেম কবি,
তাই তো এখন বুঝি সাগর-সুখ আর দুখের গড়া।


কেমন আছো ভালোই আছি-এই আছিলায় তাও তো কওয়া
(আসলে) রুক্ষ মলিন মন্দ বায়ে দিন প্রতিদিন নাওয়া খাওয়া!!
দিন ভালো নাই পকেট ফাঁকা
ও দিদিভাই ও রে কাকা,
মৌণ রবে কই তো হৃদে-যা ভালো সব ওতেই পাওয়া!!


বুঝলি হরি আমরা কালা তাও কেনো ভাও কবির করে
(আসলে) ভিতর ভিতর দেয় রে গালি মর্মে কবি গুমরে মরে!!
আর হাসালো নারীর মানে
শুন রে কবি কানে কানে,
পণ আর শ্লীলে নগ্ন মোরা-দৃষ্টি দে কই ঘরে ঘরে!!


আমরা মাসি বাঘের দেশের পোষ মানা জীব সবে
মিঁয়াও মিঁয়াও রব তুলি দি-হট্ট কলোরবে!!
ঘোগের দেশে যাইতে মানা
আমরা ছাপোছ ছানা পোনা,
ব্যথায় মোদের জ্বলুক না প্রাণ-নিরোধ অনুভবে!!