"প্রেমের কলি"


প্রেমের কলি
ওরে ও ফুলকলি
ফুটলো আজি।


প্রেমের বানে
তোর সুধায় ওই
সকল ত্যাজি-


(হাইকু ভালোবাসি না , লিখি না তবুও হাইকুতে রসবোধের আস্বাদন, চেষ্টা করলাম)


"পাতি লেবু"


হবু রাজা মন্ত্রী গবু আর জনতা পাতি লেবু
টিপ দিয়ে রস রক্ত তাহার ছাল ও ছাড়ায় কভূ কভূ।
সেই তো প্রভু ভাতার ছাতার ভাতাই মোদের দরকার
রাজার জালে জড়ায় জীবন আজ আধুনা নিভু নিভু।


"হুঁশ হারিয়ে"


জীবনবোধে শোধন তাহার যুগ হতে যুগ যুগান্তরে
বন্য হতে বদান্যতায় ধর্ম তাহার হাত ধরে।
চলছে মানুষ হুঁশ এর দিশায় হুঁশ হারিয়ে শিখর পানে
স্থল আর জলে বিভেদ গড়ে আকাশ সীমা তাহার পরে!!!!


"শব্দ ব্রহ্ম"


শব্দ ব্রহ্ম অলোক অমোঘ গুরু তার কবিতার
প্রেম প্রীতি ভালোবাসা রণ তার অধিকার.....................।


"শ্রেষ্ঠ হবার ফল"


নর-নারী সইতে নারি-লজ্জা কোথায় লুকাই বল!!
আব্রু গেল নদীর জলে চল হরি চল পাতাল চল।
দেশ দরদী নেতার দলে
কামড় যে দেয় দল আর দলে,
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ হবার ফল!!