Sanjay Karmakar
Top Contributor


  ·   ·
নতুন নতুন নলেন গুড়ের-পায়েস লাগে ভালো
প্রিয়া যখন গিন্নি পাকা দেখবে সব ই কালো!!
সর্ষে ফুলে
উঠবে দুলে,
হলুদ হলুদ চার ধারেতেই পীরন দহন ঢল-ও
আর যা পাবে চাবুক চাবুক সইতে জীবন চলো!!


জীবনেতে সুখ পেতে থাকি মোরা ওঁত পেতে
কত জল ঘোলা করি আশা আর নিরাশাতে!!
কভূ তারা ফোটে তায়
দুখ কভূ পায় পায়,
উপশমে কিছু তার-কিছু ধরা কালিমাতে!!


তারি মাঝে বয়ে চলে জীব তারা ধরা তলে
দ্বন্দ্ব ও বিরোধেতে স্বাভিমানে সুর তোলে
প্রাপ্তি ও বিয়োগেতে
জীবনের সরণিতে-
আশা কভূ নিরাশায়-জানানাতে পাখা মিলে!!