বড় ব্যথা লাগে প্রাণে ভাবি আনমনে
ব্যথিত হৃদয়ে শতেক প্রশ্ন বাণে;
রোদনে রোদনে।


বারুদের ঢেউ অশনিত প্রাণে
ছুটিছে স্নায়ুর প্রতি নিউরোনে,
বিজনো কাননে রণনে রণনে,
ভৈরবে কাঁদে
হিয়া।


বহিয়া বহিয়া; সে কাল বহিয়া
তাহারে স্মরিয়া; নিমীলিত হয়
আঁখি।
নিঠুর সে ক্ষণ জীবনো কানন
অগ্নির ধরা বাণ; প্রস্রবণ;
দগ্ধ সে প্রাণ
ঘাতি।


আহা! সহিতে কী পায় বহিতে কী পায়
নিম্নে পরাণ
অতি।


দুহাত জুড়িয়া দু পায় পড়িয়া
যেথা রাহী, হে ঈশ্বর পরমেশ্বর, কহি
মহিমা তব; আজি
অবরোহী।