(লেখাটি আসরের প্রিয় কবি লক্ষ্ণন ভান্ডারী মহাশয়ের প্রতি উৎসর্গীকৃত)


গাঁ এর সকাল কলমি শাকে; ঢেঁকির শাকের মাঠে
মা বোনেরা ত্রস্ত হাতে, বাছতে
চলে গোঠে।
শালিক চড়াই ময়না টিয়ে শিস বাজিয়ে গায়
পুকুর হতে জল আনিতে; কলস
কাঁখে যায়।
পথের ধারে ঝোপের মাঝে মধুপ ফুলের হাসি
শান্ত কানাই দাওয়ায় বসে, খাচ্ছে
খাবার বাসি।
উচ্চ রবে পঠন রত দূর দূরে রব যায়
একতারা হাত বাউল মশায়, মধুর
সুরে গায়।
ধূমায় সকাল চুলার সনে কয়লা দিয়ে রাঁধা
ঝিলিক মানিক লুকোচুরি ফন্দি
প্রেমের বাধা।
ক্যচর ম্যচর শব্দ রবে গরুর গাড়ি চলে
হাম্মা রবে চেঁচায় বাছুর; কী জান
কী বলে!
দুধ দোয়াতে বাঞ্ছা মামা বালটি ধরে পায়
তার সাথে গান গুনগুনিয়ে মনটি
ভরে গায়।
কী আর কব; দিনগুলি সেই হারিয়ে কোথায় গেল
দুঃখ জাগে প্রদূষণেই, শহর
নগর হলো।