Sanjay Karmakar
JuertSpnolstc hnnsodraeoewda  ·
দেশভক্তির কবিতা,"প্রত্যয়"

পঁচাত্তরেই এই হাল তোমার স্বাধীনতা!
মলিন এত জীর্ণ তোমার, এমন তোমার শিথিলতা;
দৈন্য বেশে ঘুরছো দেশে; ব্যথায় তথায় অনেক ক্লেশে
কাঁদছে আকাশ কাঁদছে বাতাস,বৃক্ষ তরু মানুষ তথা।
পঁচাত্তরেই এই হাল তোমার স্বাধীনতা!

পঁচাত্তরেই এই হাল তোমার স্বাধীনতা!
আর বুড়িয়ে যায় গো যদি প্রাণটি তোমার একশো হতে;
পুনঃ কী দেশ জব্দ হবে, জবাই হবে শৃঙ্খলেতে?
জঞ্জিরে প্রাণ কঠিন মায়ের ওষ্টে রবে ব্যার্থতা।

পঁচাত্তরেই এই হাল তোমার স্বাধীনতা!

ব্যথায় হেথায় জঠর জ্বালায় ঝরছে শ্বেদের বারি
অশ্রু হেথায় বইছে ধারায় শুনছো কী নাদ তারি?
বৈঠা বিহীন ছুটছে ডিঙি স্রোত সে অভিমুখে
শঠ ছলনা স্বার্থ সাথী কেউ নহে কার দুখে।
গৃদ্ধ হেথায় শ্যেণ সে আঁখি মারতে কুশি লবে
আঁধার দিবস আঁধার রাতি তমস কালো সবে।

পঁচাত্তরেই এই হাল তোমার স্বাধীনতা!
মলিন এত জীর্ণ তোমার, এমন তোমার শিথিলতা;

ধন্য এ ভূম ক্ষুদিরামের ফাঁসির কাঠের দড়ি
রক্তে মোদের বহ্নি বহে; ভয় মা নাহি করি।
যায় বুড়িয়ে যায় গো যদি স্বাধীনতার প্রাণ
ভয় নেই মা ধরবো অসি রাখতে তোমার মান।
আব্রু তোমার রাখতে উঁচু বিভায় তাহায় ভরি
রুধির ধারায় খেলবো ও মা নাসবো সে খল অরি।

ও মা নাসবো সে খল অরি, ও মা নাসবো সে খল অরি
ও মা নাসবো সে খল অরি।