(কাজে বাহির শহরে রয়েছি কারুর লেখা পাঠ করতে পারছি না তাই প্রকাশ দিতে লজ্জাই লাগছিল, তাও দিলাম, কাফেতে বসে সরাসরি এখানেই লেখা)


নীহারে নীহারে একাকার শহর; নগর এবং গাঁয়
সূর্যিমামা মুখ লুকায়ে; হিমেল বাতাস
ধায়।
শীত পোশাকে আর পশমে জড়িয়ে সবাই দেহ
ভাবনা কী হয় কারুর মনে; যাদের নাহি
কেহ।
সর্বহারা দলিত যারা পথের পাশেই রয়
শীত বুড়ির ওই হিমেল ছোবল; কেমন করেই
সয়!
ধন ধনী ও সাধারণে শীত এলে মন ভোলে
শীত পোষাকে জড়িয়ে শরীর আনন্দেতেই
দোলে।
বন ভোজনের ধুম মাচানো খাদ্য খাবার সনে
ছন্দ সনে দুলায় কোমর হাস্য রসের
গানে।
ফুটপাতের ঐ দলিত শিশু আগুন সেঁকে গায়
হ্যাবলা চোখে দেখতে তা রয়; দুঃখ কেমন
হায়।
পুরান সুরান গরম কাপড় আজকে ওদের দিলে
আনন্দের ঐ গরম ভাপে; পুণ্য যাবেই
মিলে।