Sanjay Karmakar


  · 1h06Sogns24l5 a46crlhmed9rs  ·
"রমণীর প্রাণ"


রমণীর প্রাণ আকাশ সমান সাগর হতেও বড়ো
হৃদয় তাহার জ্যোৎস্না ছড়ায় স্নিগ্ধ হতেও গাঢ়।
তার নীলিমা নাই কো সীমা
মায়ার আকর আর গড়িমা,
সভ্য জনায় কোণায় কোণায়, আঘাত কেনোই করো??


তার সে ভূমি পুণ্যভূমি পণ্য কেনোই ভাবো!!
মায়ায় তাহার হার যে মানে আকাশ সাগর রব ও।
দীপ্তি তাহার ভূষণ বাহার
দৃষ্টি কমল হয় যে তাহার,
কোমলতার সে ভূম কেনই; বিষ গরলে ছুঁবো??


প্রাণের শিখা প্রজ্জ্বলিকা পরম সে ধন অতি
তার বিহনে নাই রে ধরা, নাই রে প্রাণের গতি।
প্রেমের দোহন তার প্রকরণ
জাত ও জাতির সেবায় মন,
আর অনলে দলন তারে, কেনই রে মন প্রীতি??


সাব্ধী সে জন তাহার কুজন, সাগর ডাকে বান
আকাশ তাহার বেণীর আসন তাহার গাহে গান।
দীপ্তি তার ঐ-ছড়ার ফাগুন
দিব্য তার ওই ঐশী সে গুণ,
ওরে রাখ রে তারে আদর করে, করিস না রে রণ।


ভৈরবের ওই রূপের রানী অমোঘ তাহার শস্ত্র ধ্বনি
তাহায় নিহিত বিশ্ব পাতায় : সৃষ্টি স্থিতি লয়ের বাণী।
সে রূপ ওরে ধ্বংস করে
পাপ ও পাপী দলতে তারে,
পূজিস সে রূপ চন্ডী তাহার; সে রূপ মায়ের বিনাশিনী।


তোর ওই স্খলন পাপের রাজে স্তিমিত আলোর বান
বাঁধ ভেঙেছে চন্ডী তাহার; হাঁকছে আজি রণ।
প্রলয় তাহার রুদ্র রোষে
জীবন তারা পড়বে খসে,
সৃজন তাহার, তার ওই সে ক্রোধ; বিলুপ্তির ওই পণ।


জাগছে মাতা দেবীর গাথা; অবোধ ওরে আজি
বিলুপ্তির ওই কাঙার দ্বারে, গা রে ওরে সাধি,
বিশ্ব মাতায় দে রে ও গড়
পল যে গড়ায় শান্ত কর,
সৃষ্টি আজি খাদের কানায়; হোস না খল ও পাজি।