Sanjay Karmakar


  · 2 mins  ·


রানার রানার,
আজি নাহি হার, রণেতে তোমার, ওহে, নির্ভৃত নির্জনচারী,
বধিতে তাহারে, আমোদে বিহারে, আছে যত, লম্পট ভষ্টাচারী।
রানার রানার, দেয় নি তোমায়, আঁধার তমায়, ন্যায্য তোমার মান,
নৈরাজ্যের, নাপাক সে গিঁট, বেহায়ার আসমান।
রানার রানার, নাহি নাহি আর, খাবারের বোঝা কাঁধে
রানার সবেগে, ছুটে চলো আজি, আজিকে তাহারে বধে।
রানার সেনার, বেশেতে আজিকে, দুর্গম গিরি তারি
রচিতে আজিকে, ইতিহাস আজি, বধো সে মুখোশধারী।
রানার রানার, দেয় নি তোমায়, আঁধার তমায়, ন্যায্য তোমার মান,
নৈরাজ্যের, নাপাক সে গিঁট, বেহায়ার আসমান।
রানার রানার, আজি নাহি হার, রণেতে তোমার, ওহে, নির্ভৃত নির্জনচারী,
বধিতে তাহারে, আমোদে বিহারে, আছে যত, লম্পট ভষ্টাচারী।
রানার রানার, ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল,
বিল্পব আর বিদ্রোহে আজি, কেটে যাবে বুঝি, এই দুঃখের কাল।
রানার রানার, দেরি নয় আর, সময় যে যায় বয়ে,
আরো জোরে, আরো জোরে, দুর্বার চলো, শতেকো যাতনা সয়ে।
রানার রানার, সময় হয়েছে, নতুন খবর আনার।
রানার রানার।


(শেষ)


রানার প্রথম ভাগঃ


বিরহের লেখা,"রানার"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
  · 45 mins  ·


রানার রানার,
জানা অজানার, খাদ্য খাবার, রয়েছে তাহার ব্যাগে
ছুটে চলে পথ,রানার খাবার, খাবারের বোঝা কাঁধে।
পথে পথে যায়, রাত্র দিবায়, এ পথ ও পথ গলি,
দেরি হলে দিতে, বক-বকানিতে, খেতে হবে গালাগালি।
রানার রানার, এ বোঝা টানার দিন, কবে শেষ হবে,
বেকরির জ্বালা, শেষ তার পালা, চাকরি জুটবে কবে?
স্কুল শেষ হলে, কলেজের দ্বার, সে পালা চুকায়, বিশ্ববিদ্যালয়
কী হলো কী তার, শংসা তাহার, হবে কী তাহার লয়।
পথে পথে যায়, রাত্র দিবায়, এ পথ ও পথ গলি,
দেরি হলে দিতে, বক-বকানিতে, খেতে হবে গালাগালি।
রানার রানার, সময় হয়েছে, নতুন খাবার আনার।
রানার রানার, দেরি নয় আর, সময় যে যায় বয়ে,
আরো জোরে, আরো জোরে, দুর্বার চলো, শতেকো যাতনা সয়ে।
বৃদ্ধ পিতায়, মাতায় যে পথ, চেয়ে আছে, পথ পানে
ঘরে নেই চাল, দু-মুঠো খাবার, তুমি ও খাবার টানে।
রানার রানার, নিষ্ঠা তোমার, খাবার জোগান দেবার
বিনিময়ে তার, হাতে গোনা তার, ক'টি টাকা কামাবার।
রানার রানার।


বিরহের লেখা, "রানার দ্বিতীয় ভাগ"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar


রানার রানার, ·
কখনো বাইকে, কখনো স্কুটিতে, কখনো বা সাইকেল ভ্যান
শিক্ষা তাহারে, দেয় নাই মান, রানার, খাবার ডেলিভারি ম্যান।
কতনা কামনা, স্বপনে তাহারি, নিতুই দেয় যে দোলা
নীরব রোদনে, গহীনে হৃদয়ে, সবই রয়েছে তোলা।
নির্জনবাসী, মুখে নাই হাসি, বুকে নাই বল তার
বিজনো কাননে, বিরহের সনে, ধূ ধূ ধরা হাহাকার।
রানার রানার, এ বোঝা টানার দিন, কবে শেষ হবে,
বেকরির জ্বালা, শেষ তার পালা, চাকরি জুটবে কবে?
প্রিয়া তার, বাসনা তাহার, ধন চাই, রাশি রাশি
অভিমানী মন, দূর পলায়ন, প্রেম গেছে তার ছুটি।
রানার রানার, কেহ নাহি তার, বোঝে নাই, কেহ তারে,
মরমে এ মন, সহিতে না পায়, চাহে শুধু মরিবারে।
রানার রানার, দেরি নয় আর, সময় যে যায় বয়ে,
আরো জোরে, আরো জোরে, দুর্বার চলো, শতেক যাতনা সয়ে।
দেরি হলে দিতে, বক-বকানিতে, খেতে হবে গালাগালি
ছুটে চলো বেগে, সবেগে সজোরে, দুঃখ সকলি ভুলি।
রানার রানার, সময় হয়েছে, নতুন খাবার আনার।
রানার রানার।