প্রাণ হীন নগরেতে
              ধূ ধূ ধরা প্রান্তর
পলে পলে প্রহরেতে
            কেঁদে ওঠে অন্তর।
মর্মরে ধরা গীতে
            মানবতা দূর অতি
হলাহলে বহে বায়ু
            জীর্ণতা প্রতিভাতি।
আমি চলি দিশা হীন
             শূন্য সে হৃদ তায়
বজ্র সে অশনিত
          খল সে তো বায়ু ধায়।
জানি প্রাণ নাহি রবে
              দানবের ই প্রান্তরে
শত ব্যথা জাগে তবু
            ব্যথা পেলে অন্তরে।


লেখাটি সরাসরি এখানেই লেখা।