বলছো কী গো বলছো টা কী!
তাই তো দিলাম টুকি;
ভাবছি কেনই করছি আমি
এতই ঢাকাঢাকি।
ঢাকির তালে দুললে কোমর
গুমোট কী আর মন;
সকাল সাজে তাই তো তোমার
নিত্য আরাধন।
হারাধনের দশটি পোলা
গোবর মাখে গায়;
তার ঐ মাঝে পদ্ম কুঁড়ি
পড়ছি তোমার পায়।
পার কোরোনা খেদান দিয়ে
অনেক ভালো বাসি;
ঠেলেই দিলে দূরেই আমায়
মরবো গলায়
রশি।