(দিন ক্রমশঃ জটিল হয়ে উঠছে। কাজ কাম নাই, ঊর্ধ্বগামী নিত্য প্রয়োজনীয় দ্রব্য। সাধারণ ও গরিব মানুষের কাঙালের মতই দশা। এই পরিস্থিতিতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে চুরি ডাকাতি। কাব্যে সে কথাই বলার চেষ্টা করে গেলাম)
(লেখাটি শ্রদ্ধেয় কবি বিভূতি দাস মহাশয়ের প্রতি নিবেদিত)


চাক্কু ছুরি আছেই থুরি ভয় টা আমার বালাই ষাট
হাতের নাগাল বাইরে গেলে দেখিয়ে দেব
মগরা হাট।
হাট বাড়িতে হট্টগোলে মারতে দু হাত রোটিয়া গোল
দুহাত ভরে ধন কামাতে চাক্কু ছুরির
বাজিয়ে ঢোল।
বাজলে ঢোলক ঝর ঝর ঝর-ঝর ঝরিয়ে বর্ষা ধনের
পাই পয়সার কাম কী দাদা ফায়দা লুটি
এই রণের।
বনের পশু মনের মাঝে নাচবে দাদা সেদিন এলে
হলফ করে লিখছি গাথা আজকে দিনে
যাচ্ছি বলে।