"রুদ্ধ দুয়ার"


প্রাণে ভয় কখন,; না জানি কি হয়!
বধ্য ভূমিতে স্থবির জমিতে হাঁকিছে
নিনাদ হায়।
সে নাদ উচ্চ শৃঙ্গার ফুঁক; কাঁপিছে ধরণী তল
মৃতের স্তুপেতে স্তূপীকৃত লাশ, বাঁধ সে
ভাঙিলো জল।
নীলাচলে নাই গগন বিহারী হিয়াতে নাহিকো বল
রিক্ত আজিকে প্রেমের সে দ্বার; দাঁড়ায়ে
উরগ দল।
বিশল্য-করণী! আজিকে ধরণী খুঁজিয়া ফিরিয়া মরে
কুমুদো কাননে সিঞ্চনে বিষ, করোনা
হাঁকিছে দ্বারে।
বারে বারে! ঘুরে ফিরে, ঘুরে ফিরে যাপিত প্রহর কাল
নিশীথো বিহারে নাহিকো আহারে, বীণায়
ছিঁড়েছে তাল।
কটিতে নাহি গো দোল সে বিছায়ে বাহুতে রহিত বল
নিরাশা আঁধি ও শঙ্কা জড়ায়ে; নৃত্যে
অণুর দল।
নির্গমনের রুদ্ধ দুয়ার প্রলয় গাহিছে গীত
অসম সমরে হত সে নাবিক, ঘন ছায়ে
ভয় ভীত।
এসো সে পরম কৃপাতে তোমার ই পারেতে বহিতে ডিঙি
বিনাস রুধিতে এসো গো দয়াল, দয়া সে
তোমার মাঙি।