Sanjay Karmakar
Founding Members  · rurnAugusttSd p2ion1Sd at cu6se:sns10s AccMofmrgeSd  ·
"জননী"
.
জননী কেবলি অশ্রু মুছিলো স্বর্গ সে তার দ্বার
শেষ বিচারে জাহান্নমেই শেষ হলো
দরবার।
আকুল চাহিনু ব্যথায় গাহিনু কাছে লহ মোর মাতে
শত বিনতি পারে নি তাহার; টলাতে
তাহার ব্রতে।
জন্মদায়িনী ঐশী ধারায় নিস্পাপ নির্মল
কঠিন তাহার ই সাধ্য সাধনা; দানিতে
কর্মফল।
প্রণমি তোমার ই চরণো কমলে গর্বিত হয় বুক
তোমার ই কোমল কঠোর বিধানে
আজিকে লভিনু
সুখ।


(ছোট বেলায় অন্যায় করলেই শাস্তি পেয়েছি মা'র কাছে। কত মার খেয়েছি। মা যেমন মমতাময়ী তেমনই অন্যায়ে  কঠোর শাস্তি দিতেও দ্বিধাবোধ করেন না। লেখাটিতে স্নেহময়ী মায়ের সেই রূপের বর্ণনাতে তাকে মহিমাহ্নিত করা হয়েছে। তেমন পাপ করে ছেলেকে জাহান্নমে যেতে হলেও তিনি ভগবানের কাছে ছেলেকে শাস্তিমুক্ত করবার প্রার্থনা করতে পারেন না তা সে যতই না কষ্ট হোক তার। তিনি যে চান তার ছেলে জাহান্নমের কঠিন শাস্তি ভোগ করে পুনরায় মানুষের মত মানুষ হয়েই পৃথিবীতে আসুক)