মূল বাংলা কবিতাটিঃ-


বিষাদ বারি-তৃতীয়
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
Sanjay Karmakar
  · eprosnoStdummm134tgs8uc0n080ou 2u826tJl4wu  ·


খোকার বাবায় দশের সেবায়, মগ্ন তিনি রন,
শিক্ষা তার ওই আকাশ উঁচু, দেশের তরেই পণ।
অনেক জমা, ক্ষোভের পাহাড়, হৃদয় তার ওই দ্বারে,
পান নি তিনি বিচার ভবে, চাকরি
জোটে না রে।
হীরক দ্যুতি, ভবের ত্রুটি, তার সে তমায় কালো,
পান নি তিনি, হেম ঐ গিনি, বিচার তার ওই আলো।
মেধায় বিধায়, নাই কো সমাজ, ভ্রষ্টাচারের দেশ,
শ্রমিক আজি, কয়লা খাদান, কালিই
লেপা বেশ।
আকাশ যেমন, উদার সে বায়, জীবন করে দান,
শ্রমিক সবের, প্রাণের মণি, তার ওই অবদান।
অমানুষের দেশের রাজে, মূর্ত প্রতিবাদী,
ভ্রষ্ট লগন, মাতম যেথায়, করেন
তিনি সাদি।
খোকন সোনায়, তাঁর সে তমায়, দুঃখে তিনি রন,
তাঁর ওই কারণ, সাধেন সে রণ, লিপ্ত তিনি হন।
বউদিমুনি, গুনছি দিন ই, দালান কোঠা তোর-ই
হে ঠাকুরণ, দাও না ওগো, খোকার
সে ঘর বাড়ি।


অনুবাদঃ-


Home » Poems » Sanjay Karmakar » Sad Rage the third part
Sanjay Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Blank verse | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
Sad Rage the third part


The father of the boy is engrossed in service of mankind,
high up his educaion but did not get a job suitable in his motherland.
His  heart is full of anger and the dissappointment
he did not get justice in this world
he did not get a job pleasent.


The flash of the diamond has became gloomy,
the world could not recognise the gold pure
alas, justice is how much irony!.
It's not the merit, oh!how is the society,
it's full of the corruption, what a pity!
He is  working as a labour
in  soot dress in coal mine forever.


As the sky,  as generous the air, which holds the life,
his contribution to his co-workers is the gem to swaip.
In the land of the inhumans, he embodiment of protest,
and married the girl whose marriage broke up
in the verge of marry, soo great.


His heart is full in sorrow for his son,
thats why he indulge in so hard work, he run on.
Oh dear aunty, I am counting the day, palace for thy
Oh lord, please give the palace, the baby
in the disester for which he cry.


Copyright © Sanjay Karmakar | Year Posted 2022