মূল বাংলা কবিতাটিঃ-
"বিষাদ বারি", সঞ্জয় কর্মকার


বাদল মেঘে ঢাকলো আকাশ, বায়ুয় চলে বেগে,
ও মা আকাশ, রাগলো কেনোই, কোন সে
দুখের রাগে?
রাগের ঝলক ঝলসে উঠে, বজ্র কেনই মাগো,
কর কর কর শব্দে আমার, ভয় যে করে
হ্যাগো।
টিনের চালে বৃষ্টি নামে, ঝম ঝমা ঝম ঝম,
উড়ছে তুফান ঘূর্ণি বায়ে, ভয় ধরে
মা মন।
দালান বাড়ি, সেথায় তো মা, নাই কোনো ভয় তাই,
মাগো আমার বাবায় বলো, দালান
বাড়ি চাই।


দুঃখে মায়ের চোখের জলে, আগুন লাগে তায়,
মন হারালো বিষাদ বারি, আঁখির
কোণে চায়।


অনুবাদঃ-


Home » Poems » Sanjay Karmakar » Sad rage
Sanjay Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Blank verse | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
Sad rage


Clouds covered the sky, winds are moving harse,
why it has  became so angry,
mom,  in which of the verse?
Flashes of anger flare up in the sky, thunder why?
tunes that sounds fiercing, kar kar kar,
mom, my soul has got fear.
Tin roof sounds rain, jham jham jham jham,
whirlwind, round storm , I am afraid mom.
There has no fear of ruin in building
please tell dad, to make it;
it to bring.


Tears filled in mother's eyes, bruned in gloom
lost her mind in pain,
in that tune.


Copyright © Sanjay Karmakar | Year Posted 2022