Sanjay Karmakar
27 mins  ·
"সাধের নীড়"


উষ্ণ যেথায় শোণিত রণন; শ্রেষ্ট সেথায় বীর
মুষ্টে তথায় প্রাণ সে প্রণীত গড়তে সাধের নীড়।
লাল ও সবুজ সে রঙ তথা
বাংলা সে পণ অমর গাথা,
মুজিব তার ঐ গর্জনেতেই; উচ্চ আজি শির।


"যৌবন"
.
যৌবনের ওই মাতাল হাওয়া, বেগ সে প্রবল হয়
মুষ্টে সে রয় জীবন তার ওই; প্রেম কি বা রণ তায়।
দিবস রাতি তেজস বাতি
তীব্র সে বোধ অরুণ ভাতি,
স্বাধীন সে দেশ ভূম সে হরিত; নাই কো তথায় ভয়।


"ধোকলা"


ধোকলা খেলে একলা চলে ভাবনা এমুন হয়
আর কেঁদো না ধেড়ে খোকা এবার করো ভয়।
ঘর ই ভালো প্রেমের সখী
বউ আর ছেলে নাতি পুতি,
তাদের নিয়েই সুখী থাকো; ইধার উধার নয়।