যূগল কবিতা, "সামাল"


"শ ম শহীদ"


এই শখ লাগবে? শখ ...?
আছে ঝাল-মিষ্টি-টক!
যেমন খুশি মনের মাঝে
করে রাখবেন লক!
এই শখ লাগবে? শখ ...?  


মাত্র তোলা আশি টাকা!
সংগে ফ্রি-তে দু'এক চাকা*
নয় মিছেই বকবক!
এই শখ লাগবে? শখ ...?


লাল , নীল , সবুজ, কালো
যাচাই করুন মন্দ-ভালো
আছে রকমারী ঢক!
এই শখ লাগবে? শখ ...?  


চিকন , মোটা, লম্বা, খাটো
আছে ওসার! আছে আটো!
রুক্ষ-মশ্রিণ ত্বক!
এই শখ লাগবে? শখ ...?


"সঞ্জয় কর্মকার"


শখ বিলাতে বেল তলাতে ন্যাড়ায় দিসে ঢেল
যাচ্চলে ভায়! আস্ত খাসা পড়সে মাথায় বেল।
তাল তোবা তার হারিয়ে গেল শখের বরাত দিতে
আন তো হরি মাপবো সে তল জলদি রে আন ফিতে।
ফ্রি এর চাকা মধু মাখা ভাদ্র মাসের তাল
পানসে বোধ হয় আজ রে গাছে তাতেই বেসামাল।


আসলি বাতে ধরবে বাতে কানাই জুদি কই!
শখ মিটাতে শ ম সে তার জায়ায় দিসে মই।
এক্কেরে ভায় দশ পাতার ই লিষ্টি লয়ে হাতে
শ ম শাহেব পাগলা মাথায় হাঁকছে পথে ঘাটে।


"শ ম শহীদ"


গহীন বনে বাঘের ভয়!
বাঘ কি শুধু বনে?
আমি দেখি বাঘ রয়েছে
কর্তাবাবুর মনে।    


সুযোগ পেলে হালুম রে
পরের বেসাত খালুম রে
আবার দেখি সাধুই তারে
বলছে প্রতি জনে।  


"সঞ্জয় কর্মকার"


লিষ্টি জায়ার বগল ধরি পাগলা শহীদ হাঁকে
শখ কিনিতে কাউরে ওরে পাইলে পথে ঘাটে?
কেউ আসেনি ফাউ টা নিতে; কেউ আসেনি পটে
এমুন কতই আজব নিদান কতোই রে দা ঘটে।


লিষ্টি তুমার কেই বা নিবে ফর্দ সে রণ ঘরে
তুমার বিবি তুমার সব-ই; সামাল তুই'ওই দে রে।