Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JSsgutSpdonslasoet cnreowdon  ·
যুগল জীবনমুখী লেখা, "সঙ্গী"
.
"মোঃ বুলবুল হোসেন"
.
সঙ্গীহীন জীবন নিয়ে
এসেছি এই জগতে।
তখনো তো দিবব্যি ভালো ছিলাম
মায়ের কোলে, দুনিয়ার বুকে।
মাঝে কিছুদিন মায়ার খেলা
পুতুল খেলার ছলে।
সকাল বেলায় খেলা শুরু
বিকাল বেলায় ভেঙে ফেলে।
মিছে কায়া ভবের মায়া আছি পরে
দুই দিনের এই রঙ্গমেলায়।
অন্ধকারে ডুবে আছি, জগৎ মায়ায়।
আবার সঙ্গীহীন জীবন নিয়ে,
জগৎ থেকে নেবো চিরবিদায়।
.
"সঞ্জয় কর্মকার"
.
আকাশ বাতাস গগন ভূমি; বৃক্ষ তরু লতা
সঙ্গী যে মোর ছায়ার সাথী প্রেম সে কনক কথা।
স্রোতোস্বিনী ওই তটিনী ধারায় ধারায় রোল
পূবাকাশের দীপ্ত রবির; কিরণ অবিরল,
তপ্ত গাঁ-এর শীতল ছায়া মলয় সে বায় ধায়
বন্ধু সখা সই যে তারা আমার সাথেই রয়।
সুখেও সাথী দুখের সাথী কান্না হাসির বেলা
পল পল পল জীবন নদেয় তাদের নিয়েই খেলা।
প্রেমের মুকুল জুঁই ও বকুল; শিউলি টগর কলি
কলম সাথী সাদায় কালোয় তাদের নিয়েই খেলি।
সঙ্গী বিহীন নই গো আমি সোনার পাতেয় মোড়া
আঁকতে ছবি গাইতে কলি এক সে হৃদয় ধরা।


আজ খুবই ব্যাস্ত আছি, রাতের আগে কারোর লেখাই পাঠ করতে পারবো না, দুঃখিত।