Sanjay Karmakar
thSpnoJonsuorosoedugt nolwa  ·
"সে কি আর আসিবে ফিরে" (গীতিকাব্য)

(একটি ভয়ঙ্কর দিন আর ততোধিক ভয়ঙ্কর রাত অতিবাহিত করবার পর, লেখাটির প্রথম স্তবক বাদে বাকি টুকু সরাসরি এখানেই লিখলাম। মুখ তিতো হয়ে যাবার কারণে কাল থেকে কিছুই খেতে পারছি না)


সে কি আর আসিবে ফিরে
এই পৃথিবীরে, স্নিগ্ধ বাতাস দোলে।
আজিকে শ্রাবণে বরিষণ গীত,
কাঁদিছে ধরণী কোলে।

সে কি আর আসিবে ফিরে!

ঝঙ্কারে তান বিশ্ব নিখিল
স্নিগ্ধ সুধার বারি; কপোলে বাহিত
অশ্রু ধারায় নমিনু সে শূর বীরে
আজিকে, মননে তাহারে ঘিরে।

সে কি আর আসিবে ফিরে!

সে কি আর আসিবে ফিরে
এই পৃথিবীরে, স্নিগ্ধ বাতাস দোলে।
আজিকে শ্রাবণে বরিষণ গীত,
কাঁদিছে ধরণী কোলে।

সে কি আর আসিবে ফিরে!

বিরহী কূজনে আজিকে পবনে
মন্দ মলয় বয়; অনুরাগে গীত
প্রলয় আজিকে ঝঞ্ঝা তুফানে বায়;
কেহ কী আসিবে নীড়ে, জ্বালিতে সে দিয়া-টিরে!

সে কি আর আসিবে ফিরে।
সে কি আর আসিবে ফিরে।