কোথায় যে রয় শেষ ঠিকানা
মন মগজে রয় অজানা,
ভবের হাটে ভাসসি পানা
জীবন যতক্ষণ।
হাসছি কভু পরাণ খুলে
দুঃখ ব্যথা সকল ভুলে,
হৃদয় মাঝে পালটি তুলে
সখায় আপনজন।


বিরাগ ভাজন হই বা কভু
সলতে সে হয় নিভু নিভু,
বক্ষ মাঝে দুরু দুরু
হারিয়ে ফেলি মন।


বিত্ত বিষয় ঘর পরিবার
বৃত্তে তার ঐ রুদ্ধ যে দ্বার,
স্বার্থ তার ওই দ্ব্যর্থ হানা
হানছে বারে বার।


কপট ছলে বিবেক ভুলে
চলছে সকল পালটি তুলে
হেথায় দুর্নিবার,
প্রাপ্তি এবং লাভের আশায়
গৌণ যে হয় সকল বিষয়
চলছে সদাই রণ;
মোহের বশে সত্য নাশে
সর্বগ্রাসীর পণ।


কোথায় যে রয় শেষ ঠিকানা
মন মগজে রয় অজানা
ভবের হাটে ভাসছি পানা
জীবন যতক্ষণ..................(চলবে)