Sanjay Karmakar
Top contributor  · Yesterday at 9:08 AM  ·


শরতে প্রভাতে নমঃ নমঃ মাতে
শোভা অপরূপ
নভঃ নীলে দল মেঘের বাহার
কভূ ছায় কভূ ধূপ।


সুনীল আকাশ শুভ্র প্রভাত
শিউলির ঘ্রাণে মাতে
ফুটিছে বকুল মালতীর দল
কবি তার মৌতাতে।


ফুলে ফুলে অলি ভ্রমরের দল
আজিকে কুসুম কলি
কৃষ্ণ চূড়ায় তার রূপের বাহার
দিয়াছে আজিকে মেলি।


বিহঙ্গ রবে আজিকার ভবে
উছলিত আজি ভোর
প্রশান্তির ওই পরশ মধুর
হৃদয়ে বাহিত মোর।


ঝঙ্কারে প্রাণ আগমনী গান
গাহিছে প্রভাত ফেরী,
রণ দিতে তার নাশিতে অসার
ঊমা; ভাসায়িছে তার তরী।


সৌরভে তার রূপের বাহার
দিকে দিকে আজি ছোটে
সাজো সাজো রব চৌদিকে তার
বোধন আজিকে ঘটে।


এসেছে শরৎ হিমের পরশ
দাবদাহ তার গতে,
নমঃ নমঃ নমঃ বরণে স্বাগত
এসো গো ধরায় মাতে।