"শ্রীঘর"


শ্রীঘর যাবে নধর বাছা
সঙ্গে যাবে পুষি
তার পেছনে কোমর বেঁধে
দাঁড়িয়ে তার ঐ পিশি।


চোরেদের আশা চুরি করা ধন
ডাকাতের পণ বড়ো,
বাবুদের আশা ঘুষ আর মান
ডাহা ফেল ডাকু চোর-ও!!


কবিদের আশা কংস বণিক
শোধণে রুধির তার
যুগে যুগে কালে কালে তাই
কবি অবতার।


"জীবন তো এক নদীর মতই"


জীবন তো এক নদীর মতই
শান্ত কভূ ভয়াল রূপ
বন্ধুরতা কোথাও হরিত
কোথাও ছায়া কোথাও ধূপ।


স্বপ্ন বিলাস হৃদ গো হেথা
সুখ আর দুখের জীবন গাথা,
বইছি খাতে তরঙ্গেতে-
তার সে দেশে অপরূপ।


"যোগ শ্রেষ্ট"


যোগের দেশে সর্বনেশে রোগের বালাই নাই রে ভাই
সকাল সকাল যোগ করিলে লম্বা রেসে জীবন পাই।
দেহ হতে দেশ সুদূর পারে
যোগ করিছে আপন ঘরে,
ধ্বজা ওড়ে স্বদেশ আমার- যোগ শ্রেষ্ট; দ্বিধাই নাই।


"বাতুলতা"


গৌণ কি হতি পারে বসুমাতা কমজোরী
ক্রোধ তার হলি পরি অসহায় নর নারী!!
বিজ্ঞান পিছে পড়ে
সুনামী টা এলে দোরে,
ভেসে যায় মান তার রব ওঠে আজহারী।


তবু তারা ছিল ভালো ছিল নাকো কুটিলতা
তেজ ছিল বল ছিল বুকে ছিলো মানবতা।
আজ তারা চাঁদ নাই
দিকে দিকে কান্নাই,
শিখরেতে জ্ঞানে তার-দিক ভরা বাতুলতা।