Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JulgtSspootnms osghnnormeodw  ·
শ্লেষাত্মক যুগল কবিতা,"হতচ্ছাড়া"


"শ ম শহীদ"


তোমার দাদার সম্পদ অঢেল
           কয়েক কোটি দাম!
তোমার বাবা জ্ঞানী গুণী,
             জগৎজোরা নাম!
তাতে-ই তুমি গায়-গতরের শের
কথায় টানো বাপ ও দাদার জের!


ভাবো-লোকে সালাম ঠোকে
                    মান্য-গন্য করে-
কিন্তু সেটা হতে-ই পারে
                    লোভে কিংবা ডরে।
যেখানে থাকে স্বার্থ কিংবা ভয়,
সেটা জীবনের মর্যাদা ঠিক নয়।


"সঞ্জয় কর্মকার"


কে রে শালা! ফোরণ মারিস? জিন্দা দিব গেড়ে
হাড় মাংস চিঁবায় খাব জানেই দিব মেরে;
বাপের নাম ভুইলে যাবি
হতচ্ছাড়া সাধের কবি,
চাঁদ নিয়ে ভাব চাঁদনী রাতি; থাক না ও পাল পড়ে।


জানিস সেদিন পথের মাঝি শালার ব্যাটা গোবর্ধন
ভোপু বাজায় দিলাম তারে ধনুক ভাঙা ছিল পণ।
ফোন দিছিলো পুলিশ আসে
তারা আমায় ভালোবাসে,
কথা তারি ন্যায্য হলেও; সেই তো দুষি পুলিশ কন।


তুই তো হ'লি কালির ছিঁচে চিট চিটানি চিটেগুড়
চাইলে ভালো বলছি সহজ; যা চলে যা বহুত দূর।
আলতো কথায় আঁক রে চাঁদ
ভাঙিস না মোর ধৈর্য বাঁধ,
আমি হলাম কাল কেউটে; বাপ মায়ের ওই চোখের নূর!