Sanjay Karmakar
rnotdSeops yga5l2lt:uP0l511 J 5tMu 5u8tli022uh4  ·

খরো স্রোতে নদী বহে বাঁধ ভাঙে কূল,
প্লাবনেতে মনে ভাসে, স্থিতি প্রতিকূল।
চোরা স্রোতে ভাঙে বাড়ি, দুই পার ই তাঁর,
বাঁকে বাঁকে কাঁদে জনে, শুধু হাহাকার।


অজয়ের ঘোলা জলে, নাই আজি মাঝি,
সুর তালে একতারা, বাজে নাকো আজি।
মল্লার ভাটিয়ালি, নাই সুর তান তাঁর,
শোক আর বিরহেতে, দুই ধার ই একাকার।


ত্রাণ এলে, কিছু মেলে, দানা পানি নাই,
বাঁধে তাঁর উঁচু জমি, প্রাণে বেঁচে রই,
রসদ ও গরু গাভী, ভেসে যায় জলে,
মৃত শবে কাফনেতে, নাই আজি ছেলে।


শবে লাশে একাকার, শোক আর বিরহেতে,
মূর্ছায় যায় প্রিয়া, স্বামী তাঁরে কাছে পেতে।
দুই ধারে বন্যায়, খেত তাই অতলেতে,
এই কী গো প্রভু তোর, চাহি আজি বিচারিতে।


আমি কবি লিখে যাই, আঁখিতারা ভাসে তায়,
কেনো ওরে সুখ হরা, শত শত জনতায়!!
জানি ও রে, বুঝি নারে, ছলা কলা তোর মতি!!
জন্মেতে জানি জরা, তবু দে রে সদ্গতি।