বিরহের সাজে সেজেছে মেদিনী; গরলেতে ধরা গান
প্রদুষণ যেথা নিত্য হানিছে; গ্লানি ও ব্যথায়
প্রলয় গাহিছে ; ধ্বংসের বীণ রুধিরে বহিছে
বিয়োগ ব্যথায় প্রাণ।


হলাহল বহে বায়েতে আজিকে; করুণাতে (করোনা) প্রাণঘাতী
কুটিল কঠোর বিধানে শিখরে; স্পন্দনে হৃদ
যতি।
বিরাম নাহিকো দ্বেষের বীণেতে; দিকে দিকে চাহি রণ
উন্মাদ আজ উন্মত্ততার; ধরা বেদনার
গান।
আমি কবি রচি, কাব্য গাথাতে শব্দ শকট গড়ি
রুধিরে মাতম গাহিতে সে বায়; দিতেছি
জলাঞ্জলি।
গড় সে গড়িল আজিকে রাজেতে শঙ্কায় ভরে প্রাণ
নিঠুর সে কায় শতদলে ধায় বিভেদের গায়
গান।
এসো হে নাথ আজিকে ধরণী রিক্ততার ঐ পীঠ
প্রেমের দানেতে দিও সদ্ভাব; ভালোবাসা
সঙ্গীত।