এখন তো, ভালো লাগে সব
যেদিকে তাকাই আলো;
সেদিন আকাশ সুনীল ছিল
ব্যাস তুমি, তুমিই শুধু;
তোমার সুধায় পাগল পরাণ
চাইতো তোমায়
মন।


আজ শিউলি বকুল জবা
কুসুম কলির বান;
ভ্রমর অলি গুঞ্জনেতে
দেয় যে ঠোঁটে ফাঁদটি পেতে;
না চাইতেই পাই যে অনেক
বকুল কলির
গান।


হারিয়ে গেলে কোন আছিলায়
কোন সে প্রেম কোন বাগিচায়!
হাজার কলির মাসুম কোলে
রইছি প্রেমের দোদ্যুল দোলে;
তোমায় সুরের সোহাগ মেখে;
বইতে যে চায়
মন।