Sanjay Karmakar


  · 1 min  ·
যুগল রম্য রচনা, "শয়তান"
"হুসাইন দিলাওয়ার"


এককালে দিবসে
মশাগুলো ঘুমা'ত
রাত্রে জেগে তারা
খুশি মত চুমা'ত।
পান করে খুন আরা
গুনগুন গাই'ত
ঢাক পেট ফেটে গেলে
রক্ততে নাই'ত।
একালের মশাদের
মাথা পুরা অস্তির
বাছে নাতো আলিশান
কেবা কোন বস্তির!
বড় দায় নেয়া আজ
স্বস্তির নিঃশাস
মেয়রেরা রাখেনি
জবানের বিশাস।  


কোন শালা বলে শুনি
মশাদের থোরা গোনি
শহরেতে আর কোন মশা নাই
আসুক না আজ সে
মশাদের রাজ্যে
বসে যাক কিছুক্ষণ খালি গায়।  


"সঞ্জয় কর্মকার"


খালি গায়- উড়ি বাবা
কভি নেই কবি শুনো
তার চেয়ে ভালো কাজ
আকাশের তারা গুনো।


গুন গুন গান নাই
রক্তের বান নাই
যার নাক কান নাই-সেই
খালি গায়ে উদোমেতে
দিবে তারা পিঠ পেতে-কামড়াতে।


আমাকে তো কাটে নাই
দাঁত সে তো বসে নাই-কুকুরের।
কেন তা'লে খালি গায়
শহরের মশা তায়-বলিদান!


আপনি তো ভালো নয়
একদম ভালো নয়-শয়তান।