Sanjay Karmakar
eJlunly t31a Sat grSdha10p:3onsltoouioredSm9ng PM  ·
যুগল রূপক কবিতা,"সময় বদলে দিলো(কথার ঝুড়ি)
(আপাতত দুই তিন দিনের হোটেল কোয়ারিন্টাইন, কোভিড টেষ্ট আজ হয়েছে, রিপোর্ট না আসা অবধি। তবে ঔষধ পাতি খেয়ে মোটামুটি সুস্থই আছি)

"শম্পা ঘোষ"

কি অদ্ভুত এক সময়...
          কড়াই ব্যবহার হত রান্নার জন্য,
      তাকে নাড়তে খুন্তি লাগতো,
           ধরতে সাঁড়াশি,
     হাতা, ডাবু,ছাকনার কথা না হয়-
                    ছেড়েই দিলাম...
কিন্তু এখন ওই যে ননস্টিক প্যান,
        সে একাই কাজ চালিয়ে নিতে পারে...
এর থেকে কি বুঝলেন?
         আগে কড়াই সবাইকে নিয়ে বাঁচতো-
   যতই ঠোকাঠুকি হোক না...
আর এখন ননস্টিক সে কি আহ্লাদি,
        তার গায়ে আঁচড় কাটতেই দেয় না,
   সে একাই থাকতে ভালোবাসে...
             সময় বদলে দিলো
                 কখন কীভাবে?

"সঞ্জয় কর্মকার"

সময়েতে তলে তলে কিছু কিছু আলাপন
ছিল বেশ কাদা মাটি আর শিশু পোলাপান।
আভি নয়া নয়া বাত-হ্যা গা কই আলবত
ড্যাডি মাম্মি আঙ্কেল; হয়েছো গো বলবত।

কাদা সাদা যত বাঁধা দূর আজি ক্রংক্রিটে
হালে পানি হাল নাই মাটির ওই কাঁচা ভিটে।
জমি জমা খেতি বাড়ি বাড়া ভাতে ছাই ক্যান!
মোবাইল ও গেম সেমে ধ্যান আজি শিশু মন।

ইঁচোড়েতে পাকাপাকি পাক তার বন্ধনে
দিদি কয় নন-স্টিক ব্যাবহৃত রন্ধনে।
কাটাকাটি দাগাদাগি পড়ে নাতো ছালে আর
সিধা ঘাত বাড়ি দেয়-হালে কই মন তার।

সংযোজনঃ-

"মোস্তাফা মানিক (কালপুরুষ)"

তারপর!

"সঞ্জয় কর্মকার"

তারপরি শুনো বাপু আদা জলে চচ্চরি
ঘোলা তার পাকে পড়ি ডাকে সবে হরি হরি।
বাবা ছোলা ব্যাচে মাঠে; তার মেয়ে হলো মেম
ফ্রি-তে ওগো সরকারি-স্কুলে যেতে ভারি শেম।
গা'য় থুরি খেটে বাপু ভ্যান টানে ভজহরি
কত আর ট্যাকে তার বলো বাপু ট্যাহা কড়ি?
ছাওয়ালের সমনেতে মন ভাঙে হৃদ তার
লাগবেই দু-টি চাকা বাইকের দরকার।
প্রেম নাকি দিসে হাসি গেয়ে দিসে হৃদে গান
গাড়ি তার লাগবেই নালি পড়ি দিবে প্রাণ।
ভজহরি দিল দড়ি ফাঁস দিলো মগডালে
লিখে দিসে গিন্নিরে বাড়ি বেচি দিও তা'লে।
বাড়ি গেলো রমা তার ছেলে দিল দূর পাড়ি
তারি সাথে বাড়ি বেচে নিয়ে গেছে টাকা তারি।
রমা আজি পথে পথে হাত পাতে খেতে চায়
আমি লিখি সেই দুখ দুটি চোখে ধারা বয়।