Sanjay Karmakar
2t1Spon soireghrssdgmmum  ·
জীবনমুখী লেখা,"সংসার",দ্বিতীয় খন্ড


বোধে নাই সার মৌন মুখর আড়ালেতে ফাল ঢালি
সমুখে বাহার সুবাসিত দ্বার-মুখরে কুসুমে মেলি।
বিরাজে বিজয়ে ক্ষয় আর লয়ে-বিরামে নাহিকো ক্ষণ
রচিতে গাহিতে কূজনে বাহারে-আপনি শোভিতে মান।


স্থবিরতা তায় জড়ায়ে হৃদয় গিরিখাতে কিনারায়
উত্থানে গীত গীবতে অসাধে-পঙ্কে সাধিতে হায়।
মর্মে তাহারি গগনো বিহারী-অভিলাষে মন ধায়
রকমে সাধিতে পুরী-তে বাহারে নব নব লতিকায়।


লাভ ও অলাভে আপনার হিতে নাদিত সে সুর-ধ্বনি
স্বপ্ন জড়ায়ে হৃদ সে ভরায়ে তাল লয়ে রিনি ঝিনি।
বিকিকিনি তায় আপণে নিলয়ে-অভিযানে অভিপ্রায়ে
বোধ হীন তল দীন সে স্তবক- বাসনা রসনা লয়ে।


সাধিতে কড়ি-তে আপণে ভরিতে লিপ্ত ছলেতে নতি
দয়া হীন কায় কামনাতে ধায় দিবশ ও রজনী মাতি।
সংসারে সার বাহিত সে ভার লতায় পাতায় জনে
আর কিছু নাহি ধন শুধু চাহি-তথায় নিরত ধ্যানে।......(চলবে)


গীবত>চুকলি,পুরী>প্রাসাদ, আপণ>বিপণী, দোকান, নিলয়>বাসভবন, নতি>অনুরক্তি,আগ্রহ


জীবনমুখী লেখা,"সংসার"


মায়ায় ঘেরা এই সংসার বুঝেও অবুঝ মন
আঁখিরো দোলেতে এ পাড় কূলেতে নীবব সমর্পণ।
কখনো ঝঞ্ঝা কখনো তুফান; রৌদ্র খরতাপ
কেহ বহে সুখ সোনার চামুচ কেহ করে অনুতাপ।


আষাঢ় ভাসায় হেথা, বারি জলে একাকার
শরৎ-এ শিউলি, সুবাসিত ভোর-মোহন হেথায় দ্বার।
জৈষ্ঠে জমিন ফেটে ফেটে হীন, চাতকের হাহাকারে
শুষ্ক হেথায়ে জীবন দহন-নাহি পারে সহিবারে............


কেহ নাই পল রোদন ও বিজনে-আগে পিছে নাই কেহ
তাপিত সে ক্ষণ সঙ্গ সাধিতে; নাই প্রেম নাই স্নেহ।
আপনার গেহ আপনি বহিছে নিরত সদাই রণে
বিরূপে বিহনে আপনার জনে দহনে গোপনে প্রাণে।


অহিত সাধনে অহি সে স্বরূপে দিন যায় কাল বেলা
বিঁধিতে তূণেতে বিপ্রতীপেতে ভাসায়ে সে কূট ভেলা।
বহ্নি বাহারে আহারে বিহারে বধিতে সে কূল নরে
আপনার জনে আপনি বিখারে-অহম ও অহঙ্কারে।......(চলবে)


জীবনমুখী লেখা,"সংসার",দ্বিতীয় খন্ড


বোধে নাই সার মৌন মুখর আড়ালেতে ফাল ঢালি
সমুখে বাহার সুবাসিত দ্বার-মুখরে কুসুমে মেলি।
বিরাজে বিজয়ে ক্ষয় আর লয়ে-বিরামে নাহিকো ক্ষণ
রচিতে গাহিতে কূজনে বাহারে-আপনি শোভিতে মান।


স্থবিরতা তায় জড়ায়ে হৃদয় গিরিখাতে কিনারায়
উত্থানে গীত গীবতে অসাধে-পঙ্কে সাধিতে হায়।
মর্মে তাহারি গগনো বিহারী-অভিলাষে মন ধায়
রকমে সাধিতে পুরী-তে বাহারে নব নব লতিকায়।


লাভ ও অলাভে আপনার হিতে নাদিত সে সুর-ধ্বনি
স্বপ্ন জড়ায়ে হৃদ সে ভরায়ে তাল লয়ে রিনি ঝিনি।
বিকিকিনি তায় আপণে নিলয়ে-অভিযানে অভিপ্রায়ে
বোধ হীন তল দীন সে স্তবক- বাসনা রসনা লয়ে।


সাধিতে কড়ি-তে আপণে ভরিতে লিপ্ত ছলেতে নতি
দয়া হীন কায় কামনাতে ধায় দিবশ ও রজনী মাতি।
সংসারে সার বাহিত সে ভার লতায় পাতায় জনে
আর কিছু নাহি ধন শুধু চাহি-তথায় নিরত ধ্যানে।......(চলবে)


গীবত>চুকলি,পুরী>প্রাসাদ, আপণ>বিপণী, দোকান, নিলয়>বাসভবন, নতি>অনুরক্তি,আগ্রহ