Sanjay Karmakar
Altugufustt S25 rtnSaStpaSadr 5o:nr0so3rSi egAMmdshi  ·
জীবনমুখী লেখা,"সংসার"
(কম্পিউটার বিভ্রাটে গতকাল অনেকের লেখাতেই যেতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত)


মায়ায় ঘেরা এই সংসার বুঝেও অবুঝ মন
আঁখিরো দোলেতে এ পাড় কূলেতে নীবব সমর্পণ।
কখনো ঝঞ্ঝা কখনো তুফান; রৌদ্র খরতাপ
কেহ বহে সুখ সোনার চামুচ কেহ করে অনুতাপ।


আষাঢ় ভাসায় হেথা, বারি জলে একাকার
শরৎ-এ শিউলি, সুবাসিত ভোর-মোহন হেথায় দ্বার।
জৈষ্ঠে জমিন ফেটে ফেটে হীন, চাতকের হাহাকারে
শুষ্ক হেথায়ে জীবন দহন-নাহি পারে সহিবারে............


কেহ নাই পল রোদন ও বিজনে-আগে পিছে নাই কেহ
তাপিত সে ক্ষণ সঙ্গ সাধিতে; নাই প্রেম নাই স্নেহ।
আপনার গেহ আপনি বহিছে নিরত সদাই রণে
বিরূপে বিহনে আপনার জনে দহনে গোপনে প্রাণে।


অহিত সাধনে অহি সে স্বরূপে দিন যায় কাল বেলা
বিঁধিতে তূণেতে বিপ্রতীপেতে ভাসায়ে সে কূট ভেলা।
বহ্নি বাহারে আহারে বিহারে বধিতে সে কূল নরে
আপনার জনে আপনি বিখারে-অহম ও অহঙ্কারে।......(চলবে)