Sanjay Karmakar


  · cu13mtl71S4gn4sfo0 uehdr3s  ·
"সংযমী ক্ষণ"


সংসার সোহাগেতে জীবনের গীতি
ডালে ডালে শাখে শাখে সোনা ফল তাহে
ফুলে ফলে সমাহার প্রেম আর প্রীতি
কলকল কলকল গতি ধারা বহে।
বিরূপতা বিপরীতে হলাহলে গতি
যাযাবার জীবনেতে তমসাতে হায়
রণ তারি প্ররোচনা, হলে খল মতি  
বিষ সম অরিতায় আ্লো নিভে যায়।


পারিজাত কাননেতে সুবাসিত ঘ্রাণে
অপত্য ও সেবা তারি; আরোধায় মন
গড়া সেই মহলেতে মমতার টানে
গানে গুণে স্নেহে তাহে সংযমী ক্ষণ।
সুখে দুখে দুই গাঙে বহে তারি ধারা
কেহ সুখে নীড় বাঁধে কেহ দিশেহারা।