(আমার এক কবিবন্ধু আমাকে আসরে কিছু খারাপ লেখা প্রকাশ করতে কিছুদিন আগে অনুরোধ করেছিল। আজ আশা করি তার সে ইচ্ছা আমি পূরণ করতে পারলাম)]


Sanjay Karmakar
Founding Members · tSAouguslSdptohr 9ansei hhat 9:o4eehr6 eoAMtdcffe ·
"শত রূপে নিরুপমা"
.
রোদ্দুর ধূপ ছায়ে তুমি আমি দুজনায়ে
সেবকের পুলটাতে পাহাড়ের রেণু মেতে;
হটাতই জলধিতে প্রেমের ওই সন্ধিতে
শত রূপে নিরুপমা কত ভেজা
ভিজেছি।
.
গিরিখাতে সোনা রোদে আশাতেই বুক বেঁধে
আনমনে আনমনে তোমার ওই তনু সনে
ভালোবাসা প্রেম দানে জীবনের সুরোগানে
ঝির ঝিরে ঝির ঝিরে; বৃষ্টির মাদলেতে
কত প্রেম সেধেছি।
.
সাজ মিলে সন্ধ্যায় আলো ছায়ে মন্দায়
হাতে হাত ধরা মিলে আকাশেতে উড়ে চলে
স্বপ্নের দুনিয়াতে তুমি আমি মন মেতে
প্রেম প্রেম কত খেলা, কত খেলা
খেলেছি।
.
তুমি নাই কাঁদি তাই শূন্য সে হৃদ দ্বার
হৃদ মন নিয়ে গেলে ভালোবাসা প্রেম দলে
ক্ষণিকের বিরতিতে জীব তারা গেলো খসে
রিক্ত এ প্রাণে মোর; কিছু নাই
হারাবার।
.
রোদ্দুর ধূপ ছায়ে তুমি আমি দুজনায়ে
সেবকের পুলটাতে পাহাড়ের রেণু মেতে;
হটাতই জলধিতে প্রেমের ওই সন্ধিতে
শত রূপে নিরুপমা কত ভেজা
ভিজেছি।


স্বপ্নের দুনিয়াতে তুমি আমি মন মেতে
প্রেম প্রেম কত খেলা, কত খেলা
খেলেছি।


"ভালোবাসার গান"
.
সন্ধ্যাশ্রাবণ ভাসিয়ে প্রবল নদেয় এলো বান
লকডাউনে নাই টাউনে ভালোবাসার গান।
ওষ্ট কোমল প্রলেপ ক্ষতে
রদ হলো আজ সোহাগ দিতে,
তাই লাগে না আর যে ভালো; দুঃখে ভরা প্রাণ।


তোর প্রেমে রই নিত্য পাগল স্বপ্ন মহল মনে
চল সখী ওঠ ছট ভাগি চল পরাগ আহরণে।
সিঞ্চনে তা ফলবে মধু
তুই হবি মোর ঘরের বধূ,
প্রেমের কাসর বাজিয়ে দোসর রইবো নিধি বনে।


"দিন রাত কান্দি রে"


নন্দির ফন্দিরে বাঁধা সাধা মন্দিরে
তারি জালে ফাঁসে জয়া হলো সে যে বন্দিরে।
হাঁদা রাম সে তো নয়
বুঝে শুনে দান দেয়,
আমি যে গো দিশেহারা; দিন রাত কান্দি রে।