Sanjay Karmakar
ntrosSpod17lh34e02lPi215at0n3:u79t3M591J a12 6  ·
"রামজ্বী"


রামজ্বী বড়ই মানুষ ভালো, হোগলা পাতার ঘর,
পাতকুয়াতে মধ্যরাতে, বললো ডুবে মর।
লম্ফ দিলাম ভাঙলো ঠ্যাং
ব্যাং ডাকে ঐ ঘ্যাঙর ঘ্যাং,
বিপদ বুঁঝে পালায় সবাই, আপন কী বা পর।


Sanjay Karmakar
oSpoedtrns:m22ult2g0ui94P6n 7uMJ530am e1lafm4 19  ·
"বৌদি"


বৌদি!! ওমা, বকছো কেনেই, দিচ্ছ কেন গালি,
জড়িয়ে ধরো, দু-হাত বুকে, চুমুই দিবা খালি।  
উদোম গাঁয়ে উলকি এঁকে,
চলবে খানিক এঁকে বেঁকে,
রসের হাঁড়ি ভরলে কানায়, বলবে এবার চলি।


Sanjay Karmakar
noterSdosp5 706i2amaMf1te6:4m ic2Jac71ifi0a61Pmun  ·
"খেয়ে দেয়ে"


খেয়ে দেয়ে মন্দ কথায়, চুপুর চুপুর চলে,
এ কান ও কান, ফিস্‌ফিসানি, করতে তলে তলে।
বিয়ে বাড়ির ভোজন কথা
ল্যাং মারে ব্যাঙ, ছাতার মাথা,
সব ভোলে মন, কার্ডটি এলেই, আরেক ভোজের দোলে।


Sanjay Karmakar
odprenSsto 07 u72P 4ula9Mma0195t72:2ngumuJ401uefm6  ·
"সত্য আমি নই"


আমিও রে ভায় ডুকরে কাঁদি
আকাশ কুসুম স্বপ্ন ফাঁদি,
                         ভ্রান্ত অলীক সব ই;
আকাশ বিহার পঙ্খ মিলে
সলতে পোড়ে তিলে তিলে,
                          দুখের ধরা ভব-ই।
শৃঙ্গ চূড়ায় আমার গতি
শনির চরণ বৃহস্পতি,
                       কোন টা কখন ধরে;
হাসতে গিয়ে ক্রন্দনেতে
কিংবা প্রিয়ার বন্দনাতে,
                       আকাশ ভেঙে পড়ে।
ফরিয়াদে আকাশ ছোঁয়া
আদা রসুন দু-চার পোয়া,
                           রাঘব বোয়াল হই;
পিছন পানে রণ আর বনে
ফল্গু তার ওই ধনের টানে,
                             নেপায় মারে দই।
সত্য আমি নই।