Sanjay Karmakar
Top Contributor  ·srSonpedotuh46hfh0714l187i69700i4f01g90fl2t2f99g83hl0409c1ii  ·


(গতকাল আবারও একটি ধর্মীয় অনুষ্ঠানে যাবার সৌভাগ্য হয়েছিল আমার বন্ধুর দৌলতে। কিছু লিখবার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। যাইহোক সন্ধ্যায় তড়িঘড়ি এই লেখাটিই লিখে নিয়ে গিয়েছিলাম)


ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন-
কংস তাহার গড়ে
অষ্টম গর্ভে মাতা দেবকী-যেথা
রুদ্ধ ছিলেন কারাগারে।


ধর্ম স্থাপনায় এই ধরায়
ভগবান বিষ্ণু তাহার অষ্টম অবতারে
অধর্ম ও দুর্জনের বিনাশ এবং
ধর্ম ও সজ্জনের রক্ষার তরে।


অরাজকতা, নৃসংশতা, নিপীড়নে
মানুষ যখন হয় জর্জরিত আর্ত পীড়িত-
অশনি স্বরূপে নানা নানা রূপে
যুগে যুগে কালে কালে
নানা নানা সুরো তালে
ধর্ম প্রতিস্থাপনায় তিনি হন আর্বিভূত।
ভগবান শ্রীকৃষ্ণ।


করাল সে রাতি প্রলয় যেমতি
দুর্যোগ ঘনঘোর
বাসুদেব তার মানিক তাহার
চলিলো মা যশোদার দোর।


সঁপিলো সে ধন মানিক রতন
কোলে নিলো মাতা তুলে
নিজ তনয়া ছাড়ি তারি মায়া
গোলক উঠিল দুলে।


দেবী যোগমায়া ছিল সে তনয়া
যশোদা যাহার মাতা
কংস যে ক্ষণ নিতে প্রাণ উদ্যত হন
উচ্চ হাসিতে ভাসিতে ভাসিতে
সে কহিলো সেই কতকথা


তোমারে বধিবে যে
গোকুলে বাড়িছে সেথা।


অরাজকতা, নৃসংশতা, নিপীড়নে
মানুষ যখন হয় জর্জরিত আর্ত পীড়িত-
অশনি স্বরূপে নানা নানা রূপে
যুগে যুগে কালে কালে
নানা নানা সুরো তালে
ধর্ম প্রতিস্থাপনায় তিনি হন আবির্ভূত।
ভগবান শ্রীকৃষ্ণ।