আমার এক বন্ধু তার প্রেমিকা তাকে ধোকা দিয়েছিল, তার দুঃখের কাহিনী সে আমার সাথে শেয়ার করেছিল। আমি বলেছিলাম যে আমি একটা কবিতা লিখে দিচ্ছি হোয়ার্টস এপ এ পাঠিয়ে দাও। সে তেমন ই করেছিল। কবিতাটি গত পরশু প্রকাশ দিয়েছিলাম, আজও দিলাম প্রয়োজনে :-


বিরহের লেখা, "নিনাদ"


উপহাসে যারে মাতিলে জীবন ভুলে গেলে ভালোবাসা
প্রতিদানে প্রেম বিছালে সে জাল; ছল ও কপটতা।
সে দান অমোঘ অশনি সম সে; ঝরালে আঁখির বারি
ক্ষোভ ও ঘৃণা আজিকে হৃদয়ে; ভুলিতে কি আর পারি?
সেদিন তোমারে জড়ায়ে সে মন ভুলেছিনু গৃহ মোর
আজিকে নিনাদে বাজিছে গগনে ব্যথার লগনে ভোর।
ভেবেছিনু হায় তোমার ওই কায় হৃদয়ে লইবো তুলি
হায় রে অবুঝ বুঝিলে না হৃদ পদতলে দিলে দলি।
তোমারে জড়ায়ে নিঘুম রজনী যাপিত যামিনী মোর
তোমারি সে তন করি আরাধন স্বপ্নিল ঘন ঘোর।
সে দিন স্মরণে আজিকে মননে; ঘৃণায় সে মন দোলে
অভিশাপে তপ তাপিত সে হৃদ দিলাম তোমার কোলে।
উপহাসে যারে মাতিলে জীবন ভুলে গেলে ভালোবাসা
প্রতিদানে প্রেম বিছালে সে জাল; ছল ও কপটতা।
সে দান অমোঘ অশনি সম সে; ঝরালে আঁখির বারি
ক্ষোভ ও ঘৃণা আজিকে হৃদয়ে; ভুলিতে কি আর পারি?


তারপর থেকে তার সে প্রেমিকা পাগল হয়ে উঠেছে তাকে দেখবার জন্য। বার বার তাকে ফোন করে ও দেখা করতে চায় তার সাথে। সে আসবে। তার সে প্রেমিকার ছবি দেখেছি তার মোবাইলে এবার এলে বলেছে আমার সাথে পরিচয় করিয়ে দেবে। ইত্যবসরে আমি আজ একটি কবিতা লিখে দিয়েছি আমার বন্ধু কে । এ কবিতাটিও সে তাকে পাঠিয়েছে; কবিতাটি নিচে দিলামঃ-


Sanjay Karmakar
"তুমি আমার রাধা"
  · tSa5 phSrocnsoireonds  ·


বকুল ফুলের মালায় তোমায় প্রেমটি আমার সাধা
আমি তোমার কৃষ্ণ কলি তুমি আমার রাধা।
তোমায় নিয়ে সাধবো জীবন তুমিই আমার প্রাণ
চাইলে ওগো সাধবো তোমায় চাইলে জীবন দান।
আঁধার ঘন জীবন সেথায় চন্দ্র সে তপ তুমি
চাতক বারির দেশ সে আমার তুমিই মৌসুমি।
তোমায় ঘিরে স্বপ্ন আমার হৃদ সে দরিয়ায়
বক্ষ আমার তোমার লাগি আয় রে ছুটে আয়।
আলিঙ্গনে জড়িয়ে তোমায় পারিজাতের দেশে
সঙ্গমেতে মিলন সুধায় অথৌ যাব ভেসে।
হীরে মোতি চাই না সে ধন তোমায় আমি চাই
আয় রে ছুটে আয় না বুকে আয়না আমার রাঈ।
বকুল ফুলের মালায় তোমায় প্রেমটি আমার সাধা
আমি তোমার কৃষ্ণ কলি তুমি আমার রাধা।


কবিতা লিখে তাদের মিলাতে পেরে আমি খুবই খুশি। সে আমাকে একটা সুন্দর জামা উপহার স্বরূপ দিয়েছে।