Sanjay Karmakar
· 2d  ·

সুখ সোহাগে সপ্ত ডিঙায়
ভর করে ওই পাখনাখানী
পায় নি কেহই কালের স্রোতে
সব রয়ে যায় দিল দুখানী।
সুখ তো, সে রয় অন্তরেতে
প্রেমের দুয়ায় বন্ধনেতে,
সুখের পানে রণের তানে
কী সুখ পেল রাজা রানী!!!
জহর ব্রত নিভলো কত
রাজ রাজার ওই সুরমা সে তো;
ভাবলে খানিক জ্বলন সে তার
দগ্ধতার ঐ নিমেষ শত!!
কান্না খানিক বিঁধলো বুকে
সুখের ধারার অপার স্রোতে।


সুখ আর দুখেই জীবন অমোঘ
সুখ স্বামী দুখ, জায়া সেতো।


বিঃদ্রঃ লেখাটি প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের গত ২১/১০/২০২২ তারিখে প্রকাশিত কবিতা,"সুখ সুখ ভাবনা" কবিতায় কমেন্ট করতে গিয়ে কমেন্ট বক্সে লিখেছিলাম।