"পেটে ব্যথায় কাহিল আজি মদ্য আজি নাই
করুণ মুখে পথ্য পাতি আবোল তাবোল তাই"


Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 2 hrs  ·
"শুভঙ্করের ফাঁকি"
.
আবোল তাবোল লিখতে আজি মন করে মোর পণ
ঘুমের ঘোরে হীরক রাজা করেন মদ্য পান।
ষারের গুতোয় বিষ্ণু বাবুর হাজত হলো জেল
ওই ছেলেটা মারিস কেনেই শিবের
থানে ঢেল।
.
ঢেউ খেলানো মুখের হাসি নীল আঁচলে বেশ
ঢগ বাঁছতে উজার গাঁয়ে লম্বা হলো রেস।
তালুই মশায় দেড় মোন তার আকাশ উঁচু ভুঁড়ি
ওই দীপিকা ঘেষিস না কই
লাগছে সুড়সুড়ি।
.
টোপলা নিয়ে বিরেন বাবুর বাসায় লাগে ভিড়
গোঁফটা তো বেশ! তুই কি দেশের মস্ত বড় বীর।
ধনুক ভাঙা পণ করেছে ও পাড়ার ওই দাসু
সূর্য যে আজ বেজায় গরম নাইরে
বিভাবসু।
.
নাপিত ভায়া খুন্তি নিয়ে দৌড়ে কেন যায়
ঢাকির তালে নাচতে পরাণ ধুনচি নিয়ে আয়।
রাত বারো টায় লগ্ন ছিল বর টা গেল কই
বলছি না শুন, তাল লাগায়ে ভাজিস
কেনেই খই।
.
খোলাম কুচির দেশ মানেতে সুখের সে দিন আজ
মদ দিয়ে খাই চলনা শিবু মাথায় কেনেই বাজ।
শিবেন বাবুর বাবার বিয়ে বাদ্যি সানাই বাজে
পচা মাছের ঝোল খা তুই, আজ রে
কণের সাজে।
.
ভাগার থিকে মাংস কেনা তাও রে মরা বাকি
কইছি যা রব কাব্য কথায় শুভঙ্করের
ফাঁকি।