Sanjay Karmakar
  · N18S01gove8mb4er 13 amt u11s:52 ehAu852gdM  ·
"That will be better"


The day I will not be here, will exists in spirits only
Joy and fun and the thrills all it will be over.
contemplation on account of me will carry grief only
why will you be drown in massive pain there!!


Today the world is drowned in intense pain
sisters are embarrassed in trap of ruse;
mom is crying bro too, the world is at war
earth has become red; blood the earth has to bear.


Dreams are divested, water of the river has become bloody
please don't cry in my grief rather give them life, protect plunder.
here, it is customary to follow the wrong way to achieve wants
deceiving is as luxury running in speed more than thunder.


Give life to break all these clutter
why will you lament my dear, that will be better.


মানবতাবাদী কবিতা,"কান্না কেনই বান" (মূল কবিতা)
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
  · 13 hrs  ·


রইবো না দিন সেদিন আমি, সুক্ষ হবে কায়া
লুপ্ত হবে আদর সোহাগ রাখবে নাকো মায়া।
মায়ার বাঁধন বাঁধলে ও প্রাণ, দুঃখ শুধুই পাবে
ব্যথার জ্বালার সঞ্চারণে কেনই ডুবে রবে!


কাঁদছে ধরা আকুল আজি ভগ্নী কাঁদে লাজে
কু-চক্রীর ঐ ফাঁদ সে গ'লে-করুণ সে সুর বাজে।
কাঁদছে মাতা কাঁদছে ভ্রাতা বিশ্ব সে তার রণে
রুধির আজি ঢাকছে ধরা লোহিত আবরণে।


স্বপ্ন রাজি ত্যাজ্য আজি রক্ত নদীর বান
কাঁদবে নাকো আমার শোকে তাদের দিও প্রাণ।
প্রাপ্তি কিবা অপ্রাপ্তির ওই; ভ্রম সে হেথায় মতি
ভ্রান্তি হেথা বিলাস তার ওই, প্রবল তার ঐ গতি।


সে পথ ওগো বিনাশ তরে জীবন দিও দান
আমার শোকে ও রে সখী কান্না কেনই বান!!!!