Sanjay Karmakar


  · 1f4tu8m6 h89ah7os0roreds95uf  ·
Home » Poems » Sanjay Karmakar » The Golden ship
Sanjay  Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Prose | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
(ইংরেজী ভার্সনের পর নিচে বাংলা ভার্সন ও রয়েছে। যাদের ইংরেজিতে অসুবিধা রয়েছে তারা বাংলা ভার্সন দেখে নিতে পারেন, দুটোর মানে একই)
The Golden ship


Victory means the greatness of mother and sister
Victory means endangered shame and dignity and its vast chapter.
Victory means dwelling in moon, in the blessed motherland
Victory means Sohag in gold and its glory grand.


Victory means the sacrifice of millions of lives
Victory means Mujib and his brilliance in war to drives.
Victory means his luster of valor that is heavenly
Victory means brave Bengalis and that liberation force finally.


Victory means the sun of freedom in dawn in extent
Victory means Bengali and the day of language in world gallant.
Victory means the valor of Bengaly, the nation of battler
Victory means the love on the flag of red and green all his and her.


Victory means the worship of the vast ocean tingling in voice
Victory means bringing freedom by giving blood by the race.
Victory means the father of nation Mujib and his brave Bengal
Victory means his promissory war to free the country and all.


Victory means giving blood and life for the language
Victory means Salam Rafiq and Barquat, their heroic pledge.
Victory means the story of a sky of self-sacrifice
Victory means an autobiography of freedom to raise.


Victory means the story of reconciliation, an ocean of luster
Victory means the endurance of our mother and sister.
Victory means the land of red and green which is priceless
Victory means the sweet fragrance of her, golden ship Bangladesh.
Copyright © Sanjay Karmakar | Year Posted 2021


মূল কবিতাঃ-


সোনার তরী
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
December 11 at 11:23 PM  ·


বিজয় মানে মা বোনের ঐ মহান কতকথা
বিজয় মানে সম্ভ্রম আর লাজের বিপন্নতা।
বিজয় মানে চাঁদের আলয় ধন্য মায়ের দেশ
বিজয় মানে সোনায় সোহাগ মোহন তার ঐ বেশ।


বিজয় মানে লক্ষ প্রাণের আহুতির ঐ দান
বিজয় মানে মুজিব ও তার দীপ্তি প্রভা সান।
বিজয় মানে শৌর্য তার ওই প্রকাশ গগন তল
বিজয় মানে বীর বাঙালি আর ওই মুক্তিদল।


বিজয় মানে স্বাধীনতার সূর্য গগন পূবে
বিজয় মানে বাংলা সে ভাষ ভাষার দিবস ভবে।
বিজয় মানে দামাল সে প্রাণ বাংলা বীরের জাতি
বিজয় মানে লাল সবুজের ধ্বজা তার ঐ প্রীতি।


বিজয় মানে দীপ্ত রবে সপ্ত সাগর আরাধন
বিজয় মানে মৃত্যু দানে স্বাধীন দেশের আনয়ন।
বিজয় মানে বঙ্গ পিতা মুজিব তাহার দেবাঙ্গণ
বিজয় মানে সে পণ তাহার; দেশের তরে সাধতে রণ।


বিজয় মানে ভাষার তরে, রক্ত এবং জীবন দান
বিজয় মানে সালাম রফিক; বরকতের ঐ শৌর্য সান।
বিজয় মানে আত্মত্যাগের এক আকাশের ইতিকথা
বিজয় মানে সন্মিলনের সোহাগ মাখা আত্মগাথা।


বিজয় মানে গৌরবের ওই এক সাগরের কতকথা
বিজয় মানে ভগ্নী মায়ের স্বদেশ তরে সহিষ্ণুতা।
বিজয় মানে লাল ও সবুজ চিরহরিত তাহার বেশ
বিজয় মানে সুঘ্রাণ তাহার সোনার তরীর বাংলাদেশ।