Sanjay Karmakar


  · JiufoSrtrSdspton dsnonreowsd  ·
রম্য ছড়া কবিতা, "থপথপানী"


(আমার সাধের সহোদর শ্রীযুক্ত শ ম শহীদ মহাশয়ের প্রতি নিবেদিত)


ভাই টি আমার কাঁদছো কেনেই
                    পাও নি বুঝি চাঁদ
হীরে মোতির সাগর বুঝি
                 জীবন থেকেই বাদ!
তাই আধলা পেতেই বোধ হয়
                    দিচ্ছ এ পার ডুব
আধলা কেনে গোটলা দিলাম
                      মস্তি করো খুব।


এ পার সাগর উছল বানে
                     গড়গড়িয়ে চলে
ক কইলে কাহন সে হয়
                 চুবন যে দেয় জলে।
ভাঙলে সে বাঁধ বাঁধন ছাড়া
                 লাগাম তাহার নাই
জলদি আসো সে ধন নিতে
             আজ ওই তোমায় চাই।

ভাই রে আমার ভাবছো কি গা!
                 রাধায় জীবন সাধা
যে জন করে আর কিছু নয়
                   আস্ত গোটা গাধা।
তোমার তো ভাই চারটি আঁখি
                 দুইটা মাথায় রাখো
আমার রাধায় থপ থপিয়ে
                 ভীষণ সুখে থাকো।