শীতল যেমন মেঘের চাদর
বরফ যেমন পাহাড় তায়-


তেমনি বুনন শরীর তোমার
স্পর্শে ওমের ভাসায় নায়।


নায়ের দোলে মাতাল এ মন
অঙ্গে তোমার ঝড় তোলে,


সঙ্গমেতে তিথির মিলন
দূর জাহানে মন মিলে।


চঞ্চুতে দল কমল সোহাগ
সপ্তপদীর সুর তোলে-


হাজার রাজার ধন আর মানিক
গুপ্ত সেথায় তার তলে।  


আর সে গড়ন বক্ষ তোমার
ফল্গু ধারায় ধন্য তারি,


ও সখী লো-তোমার ওমে
ধন্য আমার জীবন তরী।