Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 6 mins  ·
যুগল রম্য রচনাঃ-"তপসি কাটার গাঁয়"
.
অভিজিৎ জানাঃ-
.
প্রিয় দুই কবির জন্য রইল অশেষ শুভেচ্ছা......
আমি কিন্তু আগেই লেখাগুলো পড়ে নিয়েছি...
.
সঞ্জয় কর্মকারঃ-
.
গবলু দেখি ধূর্ত অতি ডাবল ডাবল খায়
আর শেয়ালে হুক্কা ডাকে তপসি কাটার গাঁয়।
তপ্ত লোহায় হাতুর বাড়ি
মুসুর ডালের খাস্তা বড়ি,
শিস দিয়ে গান ধরেই পথে, কোমর দুলায় যায়।
.
অভিজিৎ জানাঃ-
.
কোমর ভেঙে পড়ল ধরায়- করল কে যে কাঁঠি!
কিন্তু পেলো বন্ধু সে এক- এক্কেবারে খাঁটি!
দাদন দিলো বিনয় করে
হাতে পায়ে সেধে ধরে -
উশুল নিলো ছ-গুন দরে মাথায় মেরে চাঁটি।।
.
সঞ্জয় কর্মকারঃ-
.
চাঁন্দু ছিল গলায় ঢালা বাংলা মদের পিপা
চাঁটি খেয়েই ছুটলো নেশা বোল ধরিল পাপা।
হটাত নায়ে উঠলো তুফান
দশ গাঁয় সব বন্ধ দুকান,
আনলো কঠিন শালের বাটাম; ভিতর ছিল ফাঁপা।
.
অভিজিৎ জানাঃ-
.
চটাম করে বাটাম পড়ে চন্দু বেটার ঠ্যংএ-
ঝপাং- জলে আওয়াজ তোলে মস্ত কোলা ব্যাঙে!
কোনোক্রমে বৈঠা ধরে
বাঁচলো চাঁদু বরাতজোরে
কোমর যদি জুড়ল বা তার মাজাই গেল ভেঙে।
.
সঞ্জয় কর্মকারঃ-
.
ফাঁপা বাঁশের শক্তি এত! মিথ্যে কেন কহো
আসলি ছেড়ে নকলি সেজে আলগা বাতাস বহো!
দীপ তো উজল তলত তাহার
কান্না ছুটে অন্ধা বাহার,
হুতুম প্যাচার নোলক গলে; মরার মত রহো!.