Sanjay Karmakar
  · Dec1emSbeor7 7 agt35 142:3orei3 dPM  ·
"ডিম পেড়েছে মুরগিছানা"


ডিম পেড়েছে মুরগিছানা মোরগ তার ঐ পিছে
তার পিছনে লম্বা দাঁড়া দাঁড় উচিয়ে বিছে।
তা দিতে যেই মুরগিছানা উঠলো ডিমের পর
দুইটি ঠ্যাং এ দুইটি দাঁড়া লাগলো তেপান্তর।
তেপান্তরের বাঁধন বিষে মুরগি পড়ে ঢলে
মাগো আমি কাঁপছি ভয়ে নাও না কোলে তুলে।
এই যে ও মা কান ধরেছি গল্প তোমার থামো
দুধ খাবো মা এক চুমুকে একটুকু না কম ও।
রূপকথার ঐ পরীর দেশে এবার চলো মা
বিছের ফাঁদের গল্প ওমা আর গো বোলো না।


Sanjay Karmakar
  · 11 hrs  ·
"বর্ণ বৈষম্য ভেদ"


এবার এসেছে রণ নিপীড়ন, তার উচ্ছেদ।
দূর করো ওগো , দূরে ছুড়ে ফেলে দাও
বর্ণ বৈষম্য ভেদ।


Sanjay Karmakar
  · Deiticemb5e3fr9n s160 at 3h7:438 iuAMrd2t  ·
"তপ্ত তাওয়া"


হলকা যেমন লাগলো গায়ে তোমার কথায় আজি
বউ যে তোমার তপ্ত তাওয়া ভীষণ রকম পাজি!
দাসের মতই রাখেন তোমায় শান্তি তোমার নাই
প্রতি পলেই সিঁটকে থাকো
অনেক যে দুখ ভাই।


মহল তোমার যেমন বোমার সলতে জ্বালা মুখ
লাগলে আগুন ফুটতে যে রয় এক সাগরের দুখ।
আমার আবার বালাই শুনো রত্তি খানিক নাই
এমন সুখে অনেক ভুগে
ঘর ছেড়েছি তাই।