Sanjay Karmakar
Top Contributor
  ·   ·


মামা ভালো গরু তাও
তোমাদের পচা
মাঠে ঘাটে পড়ে থাকে
মামাদের খাঁচা।।


তোমাদের গরু ঘাস-
খায় পচা মাঠে ঘাটে
মামাদের গরু জানো
থাকে জোস লাটেবাটে!!


কুটি খায় কারখানা
যন্ত্রের কাটা খড়
তোমাদের গরু তার
পা দুটো নড়বড়।।


তুমি পচা গরু পচা
নাই ভালো গোয়াল ও
মামাদের গোয়ালেতে
ভালো রাত পোহালেও!!


বোকা ছেলে


বোকা ছেলে যা নয় পাবার স্বপ্ন কেনই দেখো
যা রয় হাত তার ওই নাগাল তারেই মনে রাখো!!
রাত হবে নি করাল তা'লে
সুখ স্বপনের মালাই গলে,
আর যা পালাই পালাই করে-তার চেয়ে দূরেই থাকো!!


ভ্রান্ত রে


ভ্রান্ত রে!! মানব জীবন ভ্রান্ত রে-পরকালেই গতি
ও মন কবি কও তো আমায় কেনেই বিষয় প্রীতি!!
এই তো সেদিন ছোট্ট ছেলে
ফুস করে দিন কোথায় গেলে!!
সায়াহ্নেতে পৌছে গেলাম-ধরতে আকাশ ক্ষিতি!!