Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 1 min  ·
যুগল জীবনমুখী কবিতা,"উজল গাঙের পতি"


“ড. শাহানারা মশিউর”


ভালো থাকা যায় কী উপায়ে?
কাউকে ভালো না বাসলেই ভালো থাকা যায়।
ইতোমধ্যে ভালোবেসে ফেলেছি, এখন কী হবে?
ভালো এবং মন্দ মিলে হবে জীবনের বহমান মানে...


"সঞ্জয় কর্মকার"


মন্দ ভালো মাথায় তোলো কি হবে তা ভেবে
কাল তো সদাই ডাকছে, কভূ, বিদায় নিতেই হবে।
জীবন তো এক আস্ত নদী কুল কুলিয়ে চলে
রম্য সে গীত স্নিগ্ধ অতি; মিষ্টি মধুর বোলে।
তিক্ত কভু ভয়াল নিদান প্রলয় জ্বালে শিখা
নয়ন কাঁদে জড়িয়ে ফাঁদে ভগ্ন তার ঐ রেখা।
কুপিত করাল রব সে ধ্বনি বহ্নি শিখার তল
ভাঙতে সে কূল দিল দরিয়া ন্যুব্জ যে হয় বল।
রম্য সে জন গাইতে কূজন সাধতে রে প্রাণ ব্রত
উথাল কভু পাথাল নিভু; সইতে অবিরত।
ধন্য সে জন জীবন মরণ পায় সে অমোঘ গতি
সিদ্ধ সে মন নয় কো স্তবির উজল গাঙের পতি।
মন্দ ভালো মাথায় তোলো কি হবে তা ভেবে
কাল তো সদাই ডাকছে, কভু, বিদায় নিতেই হবে।