আজ আসরে প্রিয় কবি পিক্লু চন্দ্র আর প্রিয় কবি জাকির হোসেন বিপ্লবী'র কবিতায় জন্মদিনের দুটি ছোট কাব্যিক উপহার দিয়েছি। সেটাই প্রকাশ দিলাম।


Karmakar
Founding Members  · 3 hrs  ·
"উপহার"
.
জন্মদিন বিশেষ অতি সোনামনির প্রাণ
বন্ধ ঘরে লকডাউনে ব্যথার শুধুই গান।
তবু ও তো দিন ঘুরতে থাকে শুভদিনের তরে
আজ যে সোনা ছড়াই দিব; হৃদয়
দিব ধরে।
মিষ্টি তোমার হৃদয় দুয়ার আকাশ তোমার মন
হাসতে গেয়ে জীবন তোমার ভরুক অনুক্ষণ।
ধন্য যেনো কর্ম তোমার সুবাস বহে প্রাণে
পল পল পল সুখের বাতাস; হাস্য
রসে গানে।
জীবন স্রোতে মধুর ধারা স্নিগ্ধ প্রভার বান
শতেক বছর নিরোগ সুধায় ভরুক তোমার প্রাণ।
মিষ্টি খুকি অনেক সুখী হয় গো যেন রব
আশিস আমার রইলো মাথায়; মধুর
অনুভব।


"শুভেচ্ছা"
.
চাঁদ তারা আজ উঠলো জেগে খুশির বাতাস বইলো বেগে;
সুঘ্রাণ ছড়ায় দীপ্ত কোমল জুঁই চামেলির
অনুরাগে।
তপ্ত হিয়া শীতল আজি মলয় বায়ের আগমন
লাব্যণ্যের ওই সুরের বীণায় স্বপ্ন দেশে
হারিয়ে মন।
নবারুণের বিভায় জাগে মৃদঙ্গের ঐ মধুর বোল
জন্ম দিনে স্নেহের আশিস রইলো মাথায়
ছোট্ট বোন।


"অভিমত"


ভালোবাসা চাহিদায় রূপান্তরিত না করে
বরঞ্চ ভালোবাসা বিলাও
অকাতরে। এটাই আমার
অভিমত।