Sanjay Karmakar
Just now  ·
যুগল কাব্য গাথা,"উঠতে হবে"
শ ম শহীদ


ইচ্ছে যদি দিচ্ছে তাড়া-
উঠে দাঁড়া!


উঠতে হবে,
ছুটতে হবে!
সকল বাধা
টুটতে হবে-
সোনার আলো
লুটতে হবে!


আর কতো কাল
থাকবি এমন ছন্নছাড়া?


দিনের শেষে-
আঁধার এসে,
বসবে জেঁকে!
একলা রেখে-
আপন দেশে
নিজের বশে
দেখবি কে কে!


থাকতে সময়
হোস না বেদিশ আত্মহারা!


"সঞ্জয় কর্মকার"


হ্যা গা দাদা
ছিলাম হাঁদা
চুপসে ছিলাম কই।
জাইগে গেলাম
অস্ত্র নিলাম
পাইসি এবার খেই।

লকডাউনে
মৌন মনে
লটকে ছিলাম ফাঁদে;
দুখ আর দুখ
নাই রে সুখ
মনের অবসাদে।


দিন আর রাতে
গুপ্ত খাতে
ছল চাতুরির খেল;
খেলবো এবার
বদলা নিবার
তাতেই দিব দিল।


ছিনিয়ে খাবো
যাকেই পাবো
ভাসবো আকাশ নীল।


"শ ম শহীদ"


হাছা নি?
মানব কুলে
জনম নিয়া,
দানব কুলে
বাঁচা নি?


হ্যা গো- দাদা
ভাবছি সাদা-
হেতায়-মস্ত
ছাঁচা নি?


ক্যাঁচক্যাচানি,
ফ্যাচফ্যাচানি
নাচায় নিজের
পাছা নি?


পায়ে শিকল
পরাই দিমু?
নাকি তারে
গড়াই দিমু
কাঞ্চনে এক
খাঁচা নি?


"সঞ্জয় কর্মকার"


প্যাঁচা ও লে পুচানি
ওলে ওলে চ্যাঁচানি,
শিঙা ফুঁকে ঝাড়ফুঁকে
বৃথা তোর ছ্যাঁচানি।


রগে রগে বইছে
বহু ব্যথা সইছে,
আগে পিছে আরু ভাবা?
নাই সে, নাই সে!


খাঁচা তোর প্যাঁচা রে!
যত তুই চ্যাঁচা রে,
কিসু মাল দিয়া দিমু
ওলে তোর চাচারে।


উল্টায় দিব ঢাক
ওলে ওলে মনে রাখ;
তুই-ই যাবি অন্দরে
তোর ই খাঁচা তুই রে!